বেঙ্গল নিউজ আপডেট ওয়েব ডেস্ক, ১৮ নভেম্বর— ধর্ষণের অভিযোগ থানায় জানানো হয়েছিল। কিন্তু পুলিশ বিষয়টিকে কোনো গুরুত্ব দিতে চায়নি। পুলিশের এই নিস্ক্রিয়তার কারণেই বছর উনিশের ছাত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বলে অভিযোগ উঠেছে।জীবনের এই চরম সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশের টনক নড়ে। ওই ছাত্রী আত্মহত্যা করার কয়েকদিন পরেই বিভিন্ন মহলের চাপে পড়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরের পুলিশ তৎপরতার সঙ্গে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুলন্দশহরের সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত কামরুদ্দিনকে মঙ্গলবার সকালে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কামরুদ্দিনের দুই সঙ্গী আবরার ও মোবিন এখনও ফেরার। পুলিশ তাদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, এই ধর্ষণ মামলার তদন্তকারী অফিসার, সাব-ইনস্পেক্টর বিজয় রাঠিকে সাসপেন্ড করা হয়েছে। যথাযথ তদন্ত করতে ব্যর্থ হওয়ার কারণেই ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়।
উত্তর প্রদেশে ধর্ষণের মামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
