জুলফিকার আলি—সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আকাশছোঁয়া আলুর দাম। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি দরে। পুরাতন আলুর দামও প্রতি কেজি ৪০ টাকা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার্থে সহায়ক মূল্যে আলু বিক্রি শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সোমবার কুমারগঞ্জে শিবির করে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করা হয়। কম দামে আলু বিক্রির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি সংস্থাকে। ওই সংস্থার এক কর্মকর্তা বলেন, প্রশাসনের নির্দেশে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে। এদিন আলু কিনতে বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন।
কুমারগঞ্জে সহায়ক মূল্যে আলু বিক্রি প্রশাসনের
