ওয়েব ডেস্ক, ১২ নভেম্বর—-ভারতে সোনা ও রুপোর দামে অস্থিরতা অব্যাহত। বুধবার এই দুই ধাতুর দাম বিপুল কমেছিল। শহরে ১০ গ্রাম খাঁটি সোনার দাম কমেছে ১ হাজার ৮৭০ টাকা। বৃহস্পতিবার খাঁটি সোনার ১০ গ্রামের দাম ছিল ৫১,৫৪০ টাকা। ১০ গ্রাম গিনি সোনার দাম ছিল ৪৮ হাজার ৯০০ টাকা। হলমার্কযুক্ত ১০ গ্রাম সোনার গয়নার দাম ছিল ৪৯ হাজার ৬৩০ টাকা। অন্যদিকে, প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৩ হাজার ১৮০ টাকা। সোনার দোকান থেকে সোনার গয়না কিনতে গেলে এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ এবং জিএসটি। ফলে ক্রেতাদের পকেটে আরো বেশকিছুটা টান পড়ার আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিন ধরেই দামের এই অস্থিরতা চলতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল।
ধনতেরসের বুধবার থেকে ফের বাড়ছে সোনা ও রুপোর দর
