মালদা, ২০ জানুয়ারি— মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা কর্মীদের উতসাহিত করতে তিনি রীতিমতো ছড়া কেটে বলেছিলেন, রান্নাঘরে রান্না হবে। রান্না হবে ২১ পদে। ২১ এবার ডাক দিয়েছে। ২২১ ছাড়িয়ে যাবে। তাঁর এই ছড়াতেই করতালির ঝড় ওঠে সভাস্থলে।
দক্ষিণ দিনাজপুরের সফর শেষ করে বুধবার রাজ্যের শাস্ক দলের এই মহিলা নেত্রী মালদায় আসেন। দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার পর মালদা শহরের পথে একটি পদযাত্রায় সামিল হন চন্দ্রিমাদেবী। শহরের বিভিন্ন পথ পরিক্রমা এই মিছিল। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নুর সহ আরো অনেকে। এদিন বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে আক্রমণ করে চন্দ্রিমাদেবী বলেন, জে পি নাড্ডা আমাদের জামাই । তিরিশ বছরের মধ্যে এখনো তিরিশটা বাংলা শব্দ শেখেননি । অথচ বাংলা দখলের স্বপ্ন দেখেন। একুশের বিধানসভায় একুশ পদ খাইয়ে পেটুক জামাইকে বিদায় দেব। তিনি আরও বলেন, অনেকেই এখনও করোনার ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। এই ভয় কাটাতে মোদিজিকে ভ্যাকসিন নেওয়া উচিত। ভোটের আগে রাজ্যে এসে দুর্ঘটনাগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ভালো । কিন্তু আগে এলে ভালো হত না। বাংলার মানুষের ৮৫ হাজার কোটি টাকা পাওনা আছে । সেই পাওনা এখন কেন্দ্রীয় সরকার দেয়নি।