ওয়েব ডেস্ক, ২ জানুয়ারি– ফাইজার বায়ো এনটেকের করোনা ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর ফলে গরিব দেশগুলি এই ভ্যাকসিন পেতে পারেন বলে মনে করছে উত্তর আমেরিকা অ ইউরোপের তথ্যাভিজ্ঞ মহল। তবে করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের ওপর। প্রতিটি দেশের নিয়ন্ত্রক সংস্থাই এই ছাড়পত্র দিতে পারে। তবে যে সমস্ত দেশে এই সংস্থা দুর্বল, তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর নির্ভর করতে হবে।
তবে এই ভ্যাকসিন রাখতে হয় আল্ট্রা ফ্রোজেন তাপমাত্রায়। ফলে এই ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় ফ্রিজারের ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে অনেক দেশকেই সমস্যার মধ্যে পড়তে হতে পারে।