মালদা, ১৮ ডিসেম্ব্র—এক যুবক এবং এক যুবতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে। একটি ভুট্টার খেতে তাঁদের দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দিন পনেরো আগে ওই গ্রাম পঞ্চায়েতের নসরপুর এলাকা থেকেও এক যুবক যুবতির মৃতদেহ উদ্ধার হয়েছিল।
মৃত যুবকের নাম বিষ্ণু সিংহ। বিহারের আজমনগর গ্রামে তাঁর বাড়ি। যুবতির নাম শ্যামলী সিংহ। নসরপুর গ্রামেই তাঁর বাড়ি। পুজো উপলক্ষ্যে দিন দশেক আগে শ্যামলী দিদির বাড়ি গৌরীপুরে এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সারারাত খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিশ মেলেনি। পরের দিন সকালে একটি ভুট্টার খেতে শ্যামলী এবং বিষ্ণুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত প্রেমঘটিত কারণেই তাঁরা আত্মহত্যা করেছেন।