ওয়েব ডেস্ক, ২ জানুয়ারি– মোবাইল এবং ইন্টারনেট পরিসেবায় বিভিন্ন সংস্থাকে টেক্কা দিতে নতুন বছর থেকেই নতুন পরিকল্পনা নিয়ে বাজারে এসেছে এয়ারটেল। একাধিক প্রাইস সেগমেন্টের একগুচ্ছ রিচার্জ প্ল্যান রয়েছে এয়ারটেলের বেসরকারি টেলকো এয়ারটেলের সবথেকে সস্তার প্ল্যানের খরচ মাত্র ১০ টাকা, যাতে গ্রাহকেরা ৭.৪৭ টাকার টকটাইম পেয়ে যান। আবার কোম্পানির সবচেয়ে দামি প্ল্যানের জন্য গ্রাহকদের ৬৯৯৯ টাকা খরচা করতে হয়। কারণ, মোটা টাকার এই রিচার্জ প্যাকেই ইন্টারন্যাশনাল রোমিং পরিষেবা মেলে। এয়ারটেলের বেশ কিছু আকর্ষণীয় পোস্টপেইড প্ল্যানেও রয়েছে।
সস্তায় দুরন্ত গতির ইন্টারনেট এয়ারটেলে
