ওয়েব ডেস্ক, ৮ ডিসেম্বর— কোভিড পরিস্থিতির কারণে গত কয়েক মাস থেকে বন্ধ স্কুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনলক গাইডলাইন প্রকাশ করা হলেও স্কুল খোলার বিষয়ে রাজ্যগুলির মধ্যে মতপার্থক্য আছে। কয়েকটি রাজ্যবিধি মেনে স্কুল খুললেও ফের সংক্রমণের পরিপ্রেক্ষিতে তা ফের বন্ধ করে দিতে হয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাল আইসিএসই বোর্ডের। ওই চিঠিতে আংশিক ভাবে হলেও স্কুল খোলার অনুমতি চেয়েছে তারা।
নতুন বছরে ফের স্কুল খুলতে চায় আইসিএসসি বোর্ড। আগামী ৪ জানুয়ারি থেকে স্কুলে শারীরিকভাবে উপস্থির অনুমতি চেয়েছে তারা। কাউন্সিলের বক্তব্য, স্কুল না খুললে দশম ও দ্বাদশের প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো যাচ্ছে না। যে কারণে এটি একান্ত আবশ্যক হয়ে পড়েছে। কয়েকটি রাজ্যে স্কুল খোলার পরে সংক্রমণের ঘটনা ঘটেছিল। তাদের পুনরায় স্কুল খোলার অনুমতি দেওয়া হলে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট প্রত্যেকের নিরাপত্তায় রাজ্য সরকারের সমস্ত ধরনের নির্দেশিকা মেনে চলা হবে বলেও মুখ্যমন্ত্রীদের পাঠানো চিঠিতে আশ্বস্ত করেছেন সি আইএসসিইর চিফ এগজিকিউটিভ এবং সচিব।